
ইউক্রেনের মধ্যাঞ্চলে ব্যস্ত শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। এই হামলার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছে ইউক্রেন।
২৭ জুন, সোমবার স্থানীয় সময় বিকেলে ইউক্রেনের পলতাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরের ব্যস্ত একটি শপিং সেন্টারে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এ সময় সবাইকে ছোটোছুটি করতে দেখা যায়। শপিং সেন্টাটিতে তখন হাজারের বেশি মানুষ ছিলেন বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। বিস্ফোরণে তাই বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
হামলার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শপিংমলের হামলাটিকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্রেমেনচুক শহরের শপিং সেন্টারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনাদের হামলা জোরদার হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]