
ভারতের আসামে এক মাছ বিক্রেতাকে নির্যাতন চালিয়ে হত্যা করেছে পুলিশ, এমন অভিযোগে নওগাঁও পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় রাস্তা থেকে ধরে থানায় নেয়া হয়। তবে পুলিশের এক সূত্র বলছে, শফিকুল নামের ওই ব্যক্তিকে বাটাভ্রাদা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাকে ছেড়ে দেয়ার বদলে ১০ হাজার রুপি ও একটি হাঁসও চায় পুলিশ।
নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, তারা থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশ জানায় সে অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতালে গেলে শফিকুলের লাশ মর্গে পান তারা।
পরে শফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ রয়েছে, এসময় থানায় ভাঙচুর চালান তারা। অগ্নিসংযোগও করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
বিবার্তা/তালহা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]