
অর্থসম্পদে ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে টপকে গেলেন শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধের পরে ধনীর তালিকার শীর্ষে ওঠেন আদানি।
সর্বশেষ হিসাব বলছে, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯ দশমিক ৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ দশমিক ৭২ লাখ কোটি রূপি)। সেখানে আম্বানির সম্পদ ৮৯ দশমিক ৪ বিলিয়ন ডলার (প্রায় ৬ দশমিক ৭১ লাখ কোটি রূপি)।
২০২১ এর নভেম্বরের হিসাবে জানা গেছিলো, তার আগের দুই বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১,৮০৮ শতাংশ। সেই তুলনায় আম্বানির সম্পদ একই সময়ে বেড়েছিল মাত্র ২৫০ শতাংশের মতো।
ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ’-এর হিসাব বলছে, বিশ্বের ১১তম ধনীর জায়গাটিও এখন আদানির। সম্প্রতি শেয়ার বাজারের পতন হলেও আদানি গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই বাণিজ্য গোষ্ঠীটির এই উত্থান। আদানি ও আম্বানি ছাড়া ভারতে ধনকুবেরদের প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি এবং লক্ষ্মী মিত্তাল।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]