
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায়ই প্রথমদিকে থাকে ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসেও সেই ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টা ২৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৯৪ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫ম স্থানে উঠে এসেছে ঢাকা।
এ বাতাস শহরের মানুষের স্বাস্থ্যঝুঁকিকে বাড়িয়ে তুলেছে। বায়ুর মান ও দূষণের শহরের অবস্থান অনুযায়ী আজ (বৃহস্পতিবার) ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’শ্রেণিবদ্ধ করা হয়েছে।
একিউআইর তথ্যানুযায়ী, ৫৪৩ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া উজবেকিস্তানের রাজধানীর তাশখন্দ, ভারতের কলকাতা, পাকিস্তানের লাহর যথাক্রমে ২৪৮, ২১১ ও ১৯৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ’অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ’খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ’বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]