
'কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন' এই প্রতিপাদ্যে আজ (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ কোটি মানুষ। এদের মধ্যে দেশে আক্রান্ত প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। যাদের প্রায় অর্ধেকেই নারী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বারডেম হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতা র্যালির আয়োজন করে ডায়াবেটিক সোসাইটি। এরপর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে সংস্থাটি।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বে ৫৯ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪২ কোটি।
আন্তর্জাতিক এ সংস্থাটি জানায়, ২০৫০ সাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৮৫ কোটিতে। আর বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্যমতে, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮-১০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত, যা প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। যাদের প্রায় অর্ধেকেই নারী। মাত্র দুই দশক আগেও যা ছিল ৪-৫ শতাংশ।
এছাড়া বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ১০০ জনের মধ্যে ২৬ জন নারীই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]