তীব্র তাপদাহে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৪৬
তীব্র তাপদাহে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তীব্র তাপদাহে হিট স্ট্রোক বাঁচতে সারা দেশে স্কুল কলেজ বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামান্ত লাল সেন।


মন্ত্রী বলেন, সারা দেশে তীব্র তাপদাহে দেশ পুড়ছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে যাতে করে কেউ কোন রোগে আক্রান্ত না হয়। তাছাড়া হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, সালাইন ও তরল জাতীয় খাবার খেতে হবে।


২০ এপ্রিল, শনিবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।


স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বলেন, সাভারে কয়েক লক্ষ মানুষের বসবাস তাই চিন্তা ভাবনা করা হচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুশত শয্যার হাসপাতাল করা যায় কিনা।


এসময় মন্ত্রী সিআরপির প্রতিবন্ধীদের সাথে ভলিবল খেলায় অংশ গ্রহণ করেন। এর আগে মন্ত্রী গাজীপুরের শেখ ফজিলাতুনন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।


সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলরসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com