শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে কোন রাজনীতি করবে বিএনপি?
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:৫৪
শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে কোন রাজনীতি করবে বিএনপি?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপির আন্দোলন কেন ব্যর্থ হলো এ নিয়ে প্রথম আলো সম্প্রতি দুই পর্বের রিপোর্ট করেছে। একটিতে বলা হয়েছে দলের বিভিন্ন স্তর থেকে তারেক রহমানসহ সিনিয়র নেতাদের ওপর ব্যর্থতার দায় দেয়া হচ্ছে। দল হিসেবে বিএনপিও নিশ্চয়ই পরিস্থিতির বিশ্লেষণ করছে।


একটু পিছনে গেলে দেখা যায়, ৭ জানুয়ারি যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে নিশ্চিত, তখন বিএনপি নেতারা বলতে শুরু করলেন এই নির্বাচন ঠেকানো বা প্রতিহত করার কথা তারা বলছেন না।


বরং নির্বাচনের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


নির্বাচন হলো, ভোটের পর সরকার গঠিত হয়েছে, মন্ত্রীরা কাজ শুরু করেছেন এবং সাধারণ মানুষও আন্দোলন নামের আগুন সন্ত্রাস থেকে মুক্ত হয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে।


অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করে সেরেছে, কেউ আটকাতে পারেনি। বিএনপি যখন নিজের আন্দোলনের ওপর নিজেই আস্থা হারিয়ে কোনঠাসা হয়ে গিয়েছিল তখন একটা তত্ত্ব বাজারে ছেড়েছিল যে নির্বাচন ঠেকাতে আমেরিকা একটা কিছু করবে।


তবে সেটাও যখন হয়নি তখন বলেছে নির্বাচনের পর স্যাংশন আসবে। কিন্তু সেটাও হয়নি।


প্রশ্ন হলো - আন্দোলনের এমন ব্যর্থ পরিণতিতে দলের মূল কাঠামোয় কোন ধাক্কা লাগবে কিনা। নির্বিঘ্নে নির্বাচন হয়ে যাওয়া যদি দলের জন্য একটি বজ্রপাত হয়, তার অভিঘাতটা আসলে কোথায় লেগেছে? দলের গতিপ্রকৃতিতে অসন্তোষের আভাস আছে, কিন্তু তা প্রকাশিত হবে কোন প্রক্রিয়ায়?


সমালোচনা আছে, তীব্র সমালোচনাই আছে। কিন্তু সাংবিধানিকভাবে এই নির্বাচন বৈধ যা বিদেশি দেশ ও সংস্থাগুলো বলছে। যুক্তরাষ্ট্র নির্বাচনের সমালোচনা করলেও সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে।অন্যরাও প্রায় একই রকম বার্তা দিয়েছে।


তাহলে বিএনপি এখন কী করবে? ২০১৪, ২০১৮ এবং ২০২৪ – তিন সময়ে তিন প্রকার কৌশল প্রয়োগ করে নির্বাচন করেছে আওয়ামী লীগ।


বিএনপি কর্মীরাই ভাবছেন - শেখ হাসিনার রাজনৈতিক ব্যস্থাপনা কৌশলের কাছে কোন রাজনীতিটা করবে বিএনপি?


(ফেসবুক থেকে নেয়া)


লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com