
মিজানুর রহমান প্রকৃত অর্থেই সর্বজনের কর্মী। তিনি তাঁর জুরাইন এলাকাসহ দেশের সর্বজন যাতে ভালো পানি পায়, যাতে স্বাস্থ্যকর আবাস পায়, দেশের মানুষ যাতে মর্যাদা নিয়ে বাঁচতে পারে, যাতে করোনা, দ্রব্যমূল্যবৃদ্ধি কালে গরীব মানুষ খাবার পায়, শিশুরা যাতে খেলার মাঠ পায়, স্কুলে যাতে ক্লাশরুম ঠিক থাকে, যাতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত থাকে, যাতে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়, যাতে জনগণের কাছে দেয়া সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, তাদের কথা ও কাজের যেন অসঙ্গতি না থাকে, যাতে মানুষ গুম খুনের শিকার না হয়, যেন সুন্দরবন বাঁচে, বাংলাদেশ বাঁচে, যেন আমাজন বাঁচে, নদী সমুদ্র বাঁচে, এই ধরিত্রী বাঁচে ইত্যাদি সব ক্ষেত্রে যুক্তি তথ্য আর আত্মসম্মানবোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ান।
লেখেন, মানুষের কাছে যান, সমাবেশ করেন, পুলিশ কর্মকর্তা, কমিশনার, এমপি, মেয়রদের বোঝাতেও চেষ্টা করেন। দিনরাতে ওর সাধনা ওর পরিশ্রম সর্বজনের ভালো থাকা, সম্মানে থাকা, প্রাণ প্রকৃতি মানুষের সুস্থ থাকা। এই দেশে এরকম অসংখ্য মিজান আমাদের দরকার। আর পুলিশ এই মিজানকেই থানায় ধরে নিয়ে গেছে, প্রত্যক্ষদর্শীরা শ্যামপুর থানা বললেও থানা স্বীকার করেনি এখনও। হয়রানি, নির্যাতন, মিথ্যা মামলা, গুম, খুনের এই কালে কোনো মানুষের নিরাপত্তা নাই। নিরাপত্তার জন্য সংঘবদ্ধ ও সোচ্চার হওয়ারও বিকল্প নাই। আমরা অবিলম্বে সর্বজনের মানুষ মোহাম্মদ মিজানুর রহমানকে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
আনু মুহাম্মদ, শিক্ষক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সর্বজনকথা পত্রিকার সম্পাদক-এর ফেসবুক থেকে
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]