
খুলনা-বরিশাল বিভাগের মানুষের কাছে পদ্মা সেতুর মানে অনেক কিছু! যা ঢাকা বিভাগের মানুষ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুমিল্লা কিংবা ময়মনসিংহের মানুষ বুঝবে না!
মায়ের মুখ দেখতে যাওয়া সন্তান যখন ১২/১৪ ঘণ্টা ধরে কয়েকটি গাড়ি পরিবর্তন করে বাড়ি যায় তখন তার কাছে পদ্মা সেতুর মানে অন্যকিছু। মুমূর্ষু রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যখন এ্যাম্বুলেন্সে ১০-১২ ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয় তখন এই অঞ্চলের মানুষ বুঝতে পারে পদ্মা সেতুর মানে। ফেরি পারাপারে অপেক্ষমান যাত্রীরা যখন ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে বসে থাকে তার কাছে পদ্মা সেতুর মানে আলাদা কিছু। নানা দরকারি ফসল উৎপাদন করেও দিনের দিন এই অঞ্চলের কৃষক কখনো ঢাকায় পাঠাতে পারে না, কিন্তু তারা জানে পদ্মা সেতুর মানে।
ঈদ-পূজা যেকোন উৎসবে বাড়িতে যাওয়ার সময় ফেরিঘাটে কোন স্বজন যখন লাশ হয়ে ফেরে তখন সেই পরিবার বুঝতে পারে পদ্মা সেতুর মানে। আপনারা সেতু নিয়ে রাজনীতির নানা হিসেব মিলাতে থাকেন, আমি সেতু চালু হলে যাবো আমার মায়ের কাছে।
-এফ এম শাহীন, প্রধান সম্পাদক, জাগরণ টিভি
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]