পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ২৩:৫৫
পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম।


বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতারা ডেপু‌টি গভর্নরের স‌ঙ্গে সাক্ষাৎকা‌লে এ আশ্বাস দেন।


ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃ‌ত্বে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন ও সাবেক প্রেসিডেন্ট মো. ছাইদুর রহমান উপ‌স্থিত ছি‌লেন।


সাক্ষাৎকা‌লে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডেপু‌টি গভর্নরকে অবহিত করেন এবং এমন পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান।


খুরশীদ আলম প্রতিনিধিদের কথা শুনেন এবং পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগিরই নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগিরই পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক ও ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বৈঠকে খুরশীদ আলম বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএ’র সদস্যদের যথাযথ কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com