ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ২২১৭ টাকা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৯:৪২
ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ২২১৭ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৬৮০ টাকা ঘোষণা করেছে বাজুস। গ্রামপ্রতি বেড়েছে ১৯০ টাকা। সে হিসেবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিপ্রতি বেড়েছে ২২১৭ টাকা।


৬ মার্চ, বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।


জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৭ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২ হাজার ৯৯ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকায়।


এ ছাড়া বাজুস ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিতে ৯২ হাজার ৩৭৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার ৯৮২ টাকায় পৌঁছাবে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।


দাম কমানোর আগে আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকায়, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকায়, ১৮ ক্যারেট ৯০ হাজার ৫৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৪৬৬ টাকায় বিক্রি হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com