পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আগামীকাল ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বৃহস্পতিবার পালিত হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকালও করেন। সেই হিসেবে আগামীকাল ২৮ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি।
দিনটিতে সরকারী ছুটি ঘোষণা করায় ব্যাংক,বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব অফিস- আদালত বন্ধ থাকবে। বৃহস্পতিবার পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
আগামী রবিবার (১ অক্টোবর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]