
শেলটেক আবাসন মেলা ২০২২ এর উদ্বোধন হয়েছে। আয়োজকরা জানান, মাসব্যাপী আয়োজিত এই মেলায় ঢাকার বিভিন্ন এলাকায় শেলটেকের ৪০টিরও বেশি প্রকল্পে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ক্রয় করার জন্য বুকিং দিলে ক্রেতাদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর ৫৫ পশ্চিম পান্থপথে শেলটেক টাওয়ারে এই আবাসন মেলার উদ্বোধন হয়। শেলটেক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ হোসেন ভূঁইঞা এই মেলার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, শেলটেক দেশে অ্যাপার্টমেন্ট সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে। নিজেস্ব প্রতিষ্ঠানে স্থপতি ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে আধুনিক ঢাকার স্বপ্ন বাস্তবায়নে ৩৪ বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের (আইএসও) সনদ অর্জন করেছে শেলটেক।
এসময় অনুষ্ঠানে শেলটেকের হেড অব অপারেশনস জনাব শাহজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাসব্যাপী এই আবাসন মেলা চলবে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]