
হলিউডের জনপ্রিয় সুপারস্টার রায়ান ও’নিল মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে মারা যান তিনি।
সংবাদ মাধ্যম বিবিসি’র বরাতে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তবে রায়ানের মৃত্যুর কারণ সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
খ্যাতিমান এই অভিনেতা ২০০১ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন। কিন্তু এই ক্যানসার তার পিছু না ছেড়ে ২০১২ সালে আবার তিনি প্রোস্ট্যাট ক্যানসারে আক্রান্ত হন। সেই থেকে লড়াই শুরু।
অভিনেতার ছেলে প্যাট্রিক তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছেন, ‘শান্তিপূর্ণভাবে আমার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি খুব উদার ছিলেন। তিনি মানুষকে খুব ভালোবাসতেন। পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিলেন।’
সত্তরের দশকে রায়ান ও’নিল সাফল্য পান ‘লাভ স্টোরি’ এর মাধ্যমে। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’র জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তাছাড়া ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ‘ব্যারি লিন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পান রায়ান ও’নিল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]