শিরোনাম
পিকি ব্লাইন্ডার্সের প্রথম ২ সিজনেই ৩০০০ সিগারেট খেয়েছিলেন মারফি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০
পিকি ব্লাইন্ডার্সের প্রথম ২ সিজনেই ৩০০০ সিগারেট খেয়েছিলেন মারফি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৩ সালে অস্কারের দৌড়ে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী কিলিয়ান মারফি। অভিনয়ের জন্য নিজেকে সম্পূর্ণ নিবেদিত করাটা মারফির অন্যতম বড় গুণ। একের পর এক দুর্দান্ত চলচ্চিত্র অভিনয়ে দর্শক হৃদয় জয় করেছেন হলিউড এই অভিনেতা। ২০২৩ সালে তার অভিনীত ওপেনহাইমার বিশ্বজুড়ে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি বক্স অফিসেও দেখিয়েছে দাপট।


চরিত্রের জন্য মারফি নিজেকে বিলিয়ে দিতে পারে। এর আগে দুর্দান্ত অভিনয় করেছিলেন তার তুমুল জনপ্রিয় টিভি সিরিজ পিকি ব্লাইন্ডার্সে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে ৩ হাজার সিগারেট খেয়েছিলেন এই অভিনেতা!


পিকি ব্লাইন্ডার্স সময়ের অন্যতম জনপ্রিয় একটি টিভি সিরিজ। এটি স্টিভেন নাইট কর্তৃক নির্মিত একটি ব্রিটিশ গ্যাংস্টার টিভি সিরিজ। এই সিরিজে থোমাস শেলবির চরিত্রে অভিনয় করেই মূলত দর্শকদের মণিকোঠায় জায়গা করে নেন মারফি।


সমালোচকদের কাছ থেকেও পেয়েছেন প্রশংসা। ব্রিটিশ ক্রাইম সিরিজটিতে তার ভূমিকার জন্য তিনি নিরামিষ ত্যাগ করেছিলেন এবং হাজার হাজার সিগারেটও পান করেছিলেন।


গ্যাংস্টার এই চরিত্রে অভিনয়ের জন্য কিলিয়ান মারফি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন বহুবার। মারফি এক দশকেরও বেশি সময় ধরে নিরামিষাভোজী থাকলেও শেলবি চরিত্রের জন্য নিরামিষ ছেড়ে দিয়ে একজন আমিষভোজী হয়েছিলেন।


কিলিয়ান মারফি বলেন, ‘আমি ধূমপান করি না। কিন্তু গল্প অনুসারে লোকেরা তখন সারা দিনরাত ধূমপান করত। তাই আমাকে সেভাবেই অনুশীলন করতে হয়েছিল এবং তাদের গণনায় সংখ্যাটা ছিল ৩হাজার!’


শুধুমাত্র প্রথম ২ সিজনেই এই সংখ্যার সিগারেট খেতে হয়েছে মারফিকে! সিরিজটি মোট ৬ সিজন চলেছে। ২০১৯ সালে সিরিজটির শেষ পর্ব সম্প্রচারিত হয়েছিল।


বিবার্তা/মাসুদ/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com