
মুম্বাই বিমানবন্দরে ভারতীয় পুলিশের কবলে পড়লেন শাহরুখ। পার পেতে হলো পরিচয়পত্র দেখিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে বিমানবন্দরে নিরাপত্তা অফিসারের সামনে নিজের পরিচয়পত্র দেখাতে ব্যস্ত শাহরুখ। সেলেব সুলভ আদব কায়দা না দেখিয়ে ধৈর্য ধরে পুলিশ ভেরিফিকেশনের সমস্ত প্রক্রিয়া শেষ করলেন শাহরুখ।
কিন্তু অফিসার পরিচয়পত্রের সঙ্গে শাহরুখের মুখ মিলিয়ে দেখেই যাচ্ছিলেন। অফিসারের কাণ্ড দেখে শাহরুখ শুধু মিষ্টি হেসেছেন। এসআরকের এমন ভিডিও দেখেই আপ্লুত তার অনুরাগীরা। নেটিজেনদের কথায়, একেই বলে সুপারস্টার। একেই বলে ‘জওয়ান’ হৃদয়।
গত বছরের নভেম্বরেও এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন শাহরুখ। মুম্বাই বিমানবন্দরে তাকে আটক করেছিল ভারতের শুল্ক দফতর। অভিনেতার কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]