শিরোনাম
এবার পরমব্রতের পথেই হাঁটছেন রুদ্রনীল
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৬
এবার পরমব্রতের পথেই হাঁটছেন রুদ্রনীল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পিয়া চক্রবর্তীর গলায় মালা দিলেন ভারতীয় অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ খবর কারোরই অজানা নয়। টালিউডের এ অভিনেতাকে দেখে বিয়ের শপথ নিয়েছেন আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ।


এক বাংলা সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের এ ইচ্ছার কথা জানান পরমব্রতর বন্ধু টালিউডের আরেক ব্যাচেলর রুদ্রনীল।


পশ্চিমবঙ্গের এ রাজনীতিবিদ জানান, হঠাৎ পরমব্রত এভাবে বিয়ে করায় তিনি দারুণ খুশি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকও নাকি এ বিষয়ে কিছু জানতেন না। এভাবেই হঠাৎ করে রুদ্রনীল বিয়ে করে ফেলতে চান। কিন্তু বললেই তো হলো না। সামনে লোকসভা নির্বাচন। সেই নিয়ে ব্যস্ততা হয়েছে।


লোকসভা নির্বাচনের পরই কি বিয়ের পরিকল্পনা- এ প্রশ্নের জবাবে রুদ্রনীল জানান, প্রায় ১০ বছর ধরে তার বিয়ে করার পরিকল্পনা রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু এবার অভিনেতা শপথ নিয়েছেন, ২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলবেন।


কিন্তু পাত্রী কে? কাউকে কথা দিয়ে রেখেছেন? নাকি খুঁজছেন? সে বিষয়ে অবশ্য কিছু জানাননি রুদ্রনীল।


বন্ধু পরমব্রতকে শুভেচ্ছা জানাতে গিয়ে রুদ্রনীল বলেন, পরমের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা করব। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।


এর আগে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পারিবারিক আয়োজনে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পরম-পিয়া। টলিউডের এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা।


উল্লেখ্য, পিয়া চক্রবর্তী সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন অনুপম। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। গতকাল পিয়ার গলায় মালা পরিয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ দেন পরমব্রত।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com