
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। আর কয়েক দিন পরেই মুক্তি পেতে যাচ্ছে তার ‘অ্যানিম্যাল’ সিনেমা। আগামী ১ ডিসেম্বর ছবিটির মুক্তি ঘিরে রীতিমতো ঝড় বইছে বক্স অফিসে। শুধু রণবীর নন এই ছবিতে ববি দেওলের লুকও সবার নজর কেড়েছে।
এদিকে শনিবার (২৫ নভেম্বর) থেকেই ভারতে ‘অ্যানিম্যালে’র আগাম বুকিং শুরু হয়েছে। বক্স অফিসের হিসেব বলছে, ইতোমধ্যে এই ছবির ঝুলিতে ৬ কোটি ৪০ লক্ষ টাকা। শুধু তাই নয়, ২ লাখের উপরে টিকিটও বিক্রি হয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মুক্তির দিনই (১ ডিসেম্বর) ৫০ কোটির ব্যবসা করবে রণবীরের ‘অ্যানিম্যাল’।হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’।
যা দেখে তর সইছে না দর্শকদের। তাই শনিবার থেকে অগ্রীম বুকিং শুরু হতেই তোলপাড় শুরু হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]