
ডিপফেক ভিডিও নিয়ে চলছে বেশ গবেষণা। এর জালে বেশি পড়ছেন অভিনেত্রীরা। যারা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাদের ঘায়েলটাই বেশি হচ্ছে নেটদুনিয়ায়। সম্প্রতি বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ে তারপর বলিউড অভিনেত্রী কাজলের। এবার এই জালে আলিয়ার ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল হয়েছে।
আলিয়ার ‘আপত্তিকর’ ভিডিওতে দেখা গেছে, আকাশি রঙের পোশাক পরে বিছানায় শুয়ে আছেন আলিয়া ভাট। সম্প্রতি এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এরপর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ডিপফেক প্রযুক্তির কারসাজিতে বোঝার উপায় নেই উনি আলিয়া নন অন্য কেউ। যেমনটা রাশমিকার বেলাতেও হয়েছিল। রাশমিকার সত্যতা সামনে আনতে ঘাম ঝরেছিল প্রশাসনের।
তবে আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে। সমাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি আলিয়া।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]