শিরোনাম
সবক্ষেত্রে সফল মিথিলা শোনাবেন জীবনের গল্প
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১৪:৩৫
সবক্ষেত্রে সফল মিথিলা শোনাবেন জীবনের গল্প
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাফিয়াত রশিদ মিথিলা চাকরি ও অভিনয় দুই-ই একহাতে সামলে চলেন। এজন্য ঝক্কিও কম পোহাতে হয় না। তবে দিনশেষে বিজয়ের হাসিটা তিনিই হাসেন। কেননা নিজের বিচরণ ক্ষেত্রের সবক্ষেত্রেই তিনি সফল। এবার মিথিলা তার জীবনের গল্প শোনাবেন।


‘টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল’ শীর্ষক আয়োজনে জীবনের গল্প শোনাবেন মিথিলা। চড়াই–উতরাইয়সহ বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। মিথিলার মতো তিনিও শোনাবেন নিজের জীবনের গল্প।


আগামীকাল শনিবার উত্তরার ডিপিএস এসটিএস স্কুল ক্যাম্পাসে আয়োজন করা হবে এ অনুষ্ঠানের। ‘আনকভারিং আনসারটেইনটিজ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজক ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা।


‘টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল’নাম্ক এ আয়োজনে নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেবেন প্রতিষ্ঠিত ব্যক্তিরা। অনুষ্ঠানটির তৃতীয় আসর এটি। ২০২১ সাল থেকে এর আয়োজন করা হচ্ছে।


অনুষ্ঠানে মিথিলা-অর্ণব ছাড়াও থাকবেন অভিনেতা সুমন পাটোয়ারী, উপস্থাপক রাফসান শাবাব খান, ইনফ্লুয়েন্সার রাবা খান, কনটেন্ট ক্রিয়েটর মাসুদা খান।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com