শিরোনাম
পুরুষের হাতে হাত রেখে ‘বিতর্কিত’ উরফির পূজা!
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:০৯
পুরুষের হাতে হাত রেখে ‘বিতর্কিত’ উরফির পূজা!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

খোলামেলা ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরো বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।


মূলত এসব কারণে সংবাদের শিরোনামে থাকেন উরফি। তবে এবার এই বিতর্কিত অভিনেত্রীর খবরের আসার কারণ ভিন্ন। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসছেন উরফি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি।


ছবিতে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে ছবিতে থাকা পুরুষের মুখ দেখা যাচ্ছে না। ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। উরফি ও তার সঙ্গীর সামনে জ্বলছে আগুন। চারপাশে ছড়ানো রাশি রাশি ফুল। ছবি থেকেই স্পষ্ট, একসঙ্গে কোনো পূজা করছেন তারা।


উরফিকে গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজে দেখ গেছে ছবিতে। মাথা ঢাকা ছিল ওড়নায়। সাধারণত এমন পোশাকে দেখা যায় না উরফিকে। তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন? সেকারণেই কি এমন সামাজিক বেশে ধরা দিয়েছেন? প্রশ্নগুলো উঁকি দিচ্ছে নেটিজেনদের মাথায়। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com