
কন্নড় সিনেমার অভিনেতা নাগাভূষণের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই এই অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর, শনিবার রাতে বেঙ্গালুরুতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় গাড়ি।
সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। তারকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সি পুরুষ।
মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। গ্রেফতারও করা হয় নাগাভূষণকে। পরে জামিনে মুক্তি পান তিনি।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]