শিরোনাম
প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৫:৩৪
প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তিনি এপ্রিল মাসে সেই সুখবর দেন। অভিনেত্রীকে তারপর থেকে বারবার অনাগত সন্তানের বাবার পরিচয় নিয়ে অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে । যদিও তিনি সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি।


এক প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ভাবস্থার বিভিন্ন সময়ের ছবি শেয়ার করছেন। কখনো নিজের বেবিবাম্প শেয়ার করেছেন, কখনো আবার পোষ্যের সাথে কাটানো মুহূর্তের টুকরো ছবি তুলে ধরেছেন। কিন্তু এখনও তার সন্তানের বাবাকে আড়ালে রেখেছেন ইলিয়ানা। তবে এবার ধীরে ধীরে আড়াল ভাঙছেন। বেবিমুনে গিয়ে নতুন খবরের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।


অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সাগরপারে এক পুরুষের সাথে সময় কাটাচ্ছেন ইলিয়ানা, হাত রেখেছেন একে অপরের হাতে। নজর কেড়েছে দুজনের হাতের আংটি।


দুজনের হাতের আংটি দেখে অনেকের অনুমান, তাহলে কি বাগদান সারলেন অভিনেত্রী। সেখানেও আড়ালেই থেকেছেন তিনি। অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন, খাবার খাওয়ার সময় বিরক্ত করাই আমার কাছে ভালোবাসা।


কয়েক বছর আগেও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সাথে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাকে একাধিক বার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন ইলিয়ানা। ২০১৯ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। তারপর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন অভিনেত্রী। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সাথে নাম জড়ায় তার। একসাথে ছুটি কাটাতেও দেখা গেছে এই যুগলকে। তবে কি ইলিয়ানার সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই? নাকি সাগরপারের রহস্যময় পুরুষ অন্য কেউ? নিজের প্রেমিককে কবে প্রকাশ্যে আনবেন অভিনেত্রী, এখন সেটাই দেখার বিষয়।


বিবার্তা/লিমন/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com