২০১০ সালে সুপারহিট ছবি ‘দাবাং’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সোনাক্ষী সিনহা। এরপর তাকে দেখা গেছে ‘রাওডি রাথোর’, ‘দাবাং ২’, ‘আর রাজকুমার’, ‘আকিরা’র মতো সিনেমায়। তবে অধিকাংশ ছবিতেই নামমাত্র নায়িকা হিসেবে দায়িত্ব সেরেছেন তিনি। অভিনেত্রী হিসেবে সেভাবে মুগ্ধতা ছড়াতে পারেননি।
এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে নিলেন। প্রথম ওয়েব সিরিজ ‘দাহাদ’-এ চমকে দিয়েছেন সোনাক্ষী। গত ১২ মে এটি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এরপর থেকেই দর্শক-সমালোচকের বিপুল প্রশংসা পাচ্ছে। সিরিজে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় বাজিমাত করেছেন সিনহা কন্যা।
এদিকে আজ শুক্রবার (২ জুন) সোনাক্ষীর জন্মদিন। বিশেষ দিনে তাই সিরিজটি নিয়ে নিজের অনুভূতি জানালেন এভাবে, ‘এটা অবিশ্বাস্য, অসাধারণ। গত কয়েক বছরেও যাদের সঙ্গে আমার কথা হয়নি, তারাও মেসেজ দিচ্ছেন, ফোন করছেন; এমনকি ইন্ডাস্ট্রির এমন অনেকে যোগাযোগ করছেন, যাদেরকে আগে চিনতামও না। আমি রেস্তোরাঁয় বসে ছিলাম। মানুষ আমার কাছে আসছে, কিন্তু ছবি তোলার জন্য নয়, শুধু এটা বলতে যে, ‘দাহাদ’-এ আমার কাজ তাদের পছন্দ হয়েছে। আমি জানি না, এসবের বিপরীতে কী করবো।’
সোনাক্ষী মনে করেন, ক্যারিয়ারের দুই যুগ পেরিয়ে নতুন করে তার অভিষেক হয়েছে ইন্ডাস্ট্রিতে। বললেন, ‘মনে হচ্ছে, পুনরায় আমার অভিষেক হলো। শেষবার আমি এতো সাড়া পেয়েছি অনেক আগে, ২০১৩ সালে ‘লুটেরা’ ছবির জন্য। এরপর ‘আকিরা’র জন্যও ভালো সাড়া পেয়েছিলাম। কিন্তু অন্য কোনও কাজের জন্য এতো বেশি ভালোবাসা পাইনি।’
উল্লেখ্য, ক্রাইম মিস্ট্রি থ্রিলার ধাঁচের সিরিজ ‘দাহাদ’ নির্মাণ করেছেন রীমা কাগতি ও রুচিকা ওবেরয়। এতে সোনাক্ষী সিনহা ছাড়াও অভিনয় করেছেন গুলশান দেবিয়াহ, বিজয় ভার্মা, সোহুম শাহ প্রমুখ।
বিবার্তা/সউদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]