
আজ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের যে সকল সন্তান এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করছে, তাদের সবার জন্য শুভ কামনা। আর যারা অভিভাবক, তাদের জন্য দুটি কথা।
আমরা কেউই মনে হয় এতো ভালো স্টুডেন্ট ছিলাম না বা এসব পরীক্ষায় এতো ভালো রেজাল্ট করিনি, যাতে সবাই তাদের সন্তানের কাছ থেকে গোল্ডেন জিপিএ আশা করতে পারি।
হয়তো অনেক কষ্ট করে, ওদের জন্য চেষ্টা করেছেন। আমাদের সকল সন্তানের মেধা সমান নয়। যে যার মেধা আর চর্চা অনুযায়ী ফলাফল করবে। পারলে ওদের মেধার ওপর আস্থা রেখে, মানসিকভাবে সাপোর্ট দিন।
কেউ একটি পরীক্ষায় একটু খারাপ করলে, পরের পরীক্ষায় যেন ভালো করতে পারে, সেই সহযোগিতা করুন। দয়া করে একটা কথা মনে রাখবেন- শুধু একাডেমিক ভালো রেজাল্টই শেষ কথা নয়, সেটা দিয়ে পরিপূর্ণ মানুষও হওয়া যায় না।
বরং সন্তানের আদর্শিক জায়গাটা ঠিক করে দিন, এটা অভিভাবক হিসাবে সবার প্রধান দায়িত্ব। আমার মনে হয়, দেশে মেধাবী মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি। আর আমাদের সন্তানদের বলছি, সারা বছর যাই করে থাকো না কেন, এই কয়েকটা দিন ফাঁকি না দিয়ে মনযোগী হয়ে পরীক্ষাটা দাও। কারণ, সব ভালো তার, শেষ ভালো যার।
শুধু বাবা-মায়ের জন্য নয়, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়ালেখার প্রয়োজন আছে, শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠান্ডা মাথায় পরীক্ষাটা শেষ করো, দেখবে ভালো কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে। আবারও শুভ কামনা।
আর শেষবারের মত অভিভাবকদের বলছি, পরীক্ষার টেনশনে ওদের মাথা গরম হলেও, আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখুন। কারণ, গরম মাথায় ভালো কিছু হয় না।
লেখক : চঞ্চল চৌধুরী, অভিনেতা
(ফেসবুক ওয়াল থেকে)
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]