
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন কোরিয় অভিনেতা ন্যাম জু হিউক। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে শারীরিকভাবে সক্ষম প্রতিটি প্রাপ্ত বয়স্ক পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এবার এ তালিকায় না লেখালেন ‘টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান’ তারকা ন্যাম জু হিউক।
গত বছরের শেষ দিকে ‘বিটিএস’ তারকা জিনকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে অংশ নিতে দেখা গেছে। কিছু দিনের মধ্যে যোগ দেবেন আরেক ‘বিটিএস’ সদস্য জে হোপও।
‘স্টার্ট আপ’ এবং ‘টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান‘-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন ন্যাম জু হিউক। কোরিয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, গেল ২০ মার্চ সোমবার সামরিক ক্যাম্পে যোগ দেন অভিনেতা। সেখানে তিনি পাঁচ সপ্তাহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ নেবেন।
জানা গেছে, জু হিউক একটি সামরিক পুলিশ স্কোয়াডের জন্য আবেদন করেছিলেন। সেখানেই তার আবেদন মঞ্জুর হয়েছে। আবেদন অনুসারে তাকে ১৮ মাসের সামরিক প্রশিক্ষণ নিতে হবে। তিনি সোয়াট টিমে তার সামরিক সেবা শেষ করবেন।
প্রশিক্ষণ থাকাকালীন সময়ে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ভিজিলান্টে’ মুক্তি পাবে। অপরাধ-অ্যাকশন ধাঁচের এই সিরিজ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে প্রিমিয়ার হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]