বান্ধবীর ক্যামেরায় অন্য রকম স্বরা ভাস্কর
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১১:৫৭
বান্ধবীর ক্যামেরায় অন্য রকম স্বরা ভাস্কর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডে তিনি স্পষ্টভাষী হিসেবেই পরিচিত। বিয়ে করেছেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কেঁদে ভাসালেন স্বরা ভাস্কর। স্পষ্ট ধরা পড়ল বান্ধবী শিঞ্জিনীর ক্যামেরায়।


বিয়ের পর জমকালো অভ্যর্থনা পর্বে দেখা মেলে তারকাদের। বলিউড থেকে রাজনৈতিক নেতৃত্ব সবার দেখা মিলল সেখানে। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, জয়া বচ্চনের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থেকে আশীর্বাদ জানিয়েছেন নবদম্পতিকে।


রিসেপশনে উজ্জ্বল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে ভারী গয়না পরেছিলেন স্বরা। আর ফাহাদের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। তা পরেই হয় বিদায় পর্ব। যার ভিডিও শিঞ্জিনী টুইটারে শেয়ার করেন।


স্বরার ‘বিদায়বেলায়’ সুর করে পড়া হচ্ছিল কবিতা। তাতেই অভিনেত্রীর আবেগের বাঁধ ভাঙে। কেঁদে ফেলেন তিনি। বিদায় পর্বে মেয়ের সামনে আসেননি বাবা উদয় ভাস্কর। কারণ সেই সময় গোপনে চোখের জল ফেলছিলেন তিনি।


প্রসঙ্গত, আইনি বিয়ে সেরেছেন গত মাসের মাঝামাঝিতে। এক মাসের মধ্যে সামাজিক রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন স্বরা-ফাহাদ। গায়ে হলুদ থেকে সংগীত সবটাই ছিল তাদের বিয়েতে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা অনুষ্ঠানের ছবি শেয়ার করেন অভিনেত্রী।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com