
রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় গেছেন চিত্রনায়ক শাকিব খান।
শনিবার (১৮ মার্চ) রাতে সাড়ে ১১টার দিকে একজন আইনজীবীসহ থানায় যান তিনি। রাত ১২টাতেও থানায় শাকিব খানকে অপেক্ষা করতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান বলেন, চিত্রনায়ক শাকিব খান বর্তমানে থানায় অবস্থান করছেন। তিনি একটি অভিযোগ করবেন বলে শুনেছি। তবে কার বিরুদ্ধে করবেন তা এখনো জানা যায়নি। অভিযোগ আমাদের হাতে এলে পরে জানা যাবে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের নামে এবার মানহানি মামলা করতে রাতে গুলশান থানায় অবস্থান করছেন শাকিব খান।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]