বাদ পড়ল শাকিবের 'প্রেমিক'!
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০
বাদ পড়ল শাকিবের 'প্রেমিক'!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গেল বছরের অক্টোবরে ঘোষণা এসেছিল ‘প্রেমিক’ নামে একটি ছবি করবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির শুটিং শুরুর কথা জানানো হয়েছিল ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে শুটিং হয়নি। ডিসেম্বরে এসে ছবিটির প্রযোজক বরাতে জানা যায় ডিসেম্বর নয় জানুয়ারিতে শুটিং শুরুর কথা। কিন্তু জানুয়ারিতে শুরু হয়নি শুটিং। অবশেষে জানা গেল ছবিটিই আর হচ্ছে না।


যৌথভাবে ‘প্রেমিক’ প্রযোজনা করার কথা বিগ স্ক্রিন ও এসকে ফিল্মসের। বিগ স্ক্রিনের কর্ণধার টপি খান শুক্রবার সমকালকে বললেন, 'প্রেমিক' নামে কোনো ছবি আর হচ্ছে না। পরিচালক হিসেবে রাফীকেও আমি রাখছি না।’


কারণ হিসেবে প্রযোজক জানান, 'শাকিব খানের এখন যে ক্রেজ এই ক্রেজের সঙ্গে প্রেমিক নামটা যায় না। বিশ্বের অন্যান্য দেশের সুপারস্টারদের দিকে তাকিয়ে দেখুন। তারা কোন প্যাটার্নের ছবি করছেন। আমরাও শাকিব খানকে নিয়ে তার মতে করে ভিন্ন প্যাটার্নে, ভিন্ন ধরনের অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে আগাতে চাই।' 


রাফীকে নিয়ে প্রেমিক নামে যে  ছবি বানাতে চাইছিলেন সে গল্পের চিত্রনাট্য কিছুই হয়নি এখনও। তাই গল্পের প্লট, নাম ও পরিচালক সব পরিবর্তন করে নতুন কিছু করার কথা জানালেন এই প্রযোজক। 


এ বিষয়ে রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'প্রেমিকের গল্প তো আমার। আমার গল্পে আমাকে বাদ দেওয়ার কিছু তো নেই। আমার শিডিউল না থাকার কারণেই এই ছবি পেছানো হয়েছে।' 


যোগ করে রাফী আরও বলেন, 'আগামী ছয় থেকে সাত মাসের শিডিউল ব্লক আমার। সুড়ঙ্গ ছবির শুটিং শুরু করতে হচ্ছে। তার প্রস্তুতি চলছে এখন। এই ছয়-সাত মাসে প্রেমিক শুরু করা আমার পক্ষে সম্ভব নয়।' 


এদিকে সম্প্রতি  দুবাই-যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফেরার পরই এলো প্রেমিক না হওয়ার ঘোষণা।  শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘আগুন’ ও ‘অন্তরাত্মা’।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com