প্রতারণা মামলায় চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৫
প্রতারণা মামলায় চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিএফডিসি থেকে প্রতারণা মামলায় চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেঁজগাও থানার উপপরিদর্শক মো. শাহজাহান।


শাহজাহান গণমাধ্যমকে বলেন, অর্থ–সংক্রান্ত প্রতারণার মামলায় শফিক হাসানকে গ্রেফতার করা হয়। মাসখানেক আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এক কর্মকর্তা বাদী হয়ে নির্মাতা শফিক হাসান ছাড়াও মাহমুদুর রহমান রুবেল, তার স্ত্রী তামান্না আক্তার ও মেহেদি হাসান সোহাগ নামের আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন।


শনিবার রাত সাড়ে ৮টার দিকে এফডিসি থেকে শফিক হাসানকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে তাকে জিজ্ঞাবাদ করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।


জানা গেছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের সিনেমার প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে দুটি সিনেমার স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান।


পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে শফিক হাসান টাকা ফেরত দিয়ে দিতে চান। সে টাকাও ফেরত না দিলে টেলিভিশন রাইট কেনা এটিএন বাংলা মামলা করে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com