
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নামে গুণে অভিনয়ে সবার কাছেই আকর্ষণের একটি নাম। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুন অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি সমান তালে অভিনয় করছেন ওটিটি মাধ্যমেও।
সম্প্রতি শোরগোল ওঠে যে, এবার নাটক থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।
মূলত মেহজাবীনের যে মন্তব্য ঘিরে তার নাটকে অভিনয় ছেড়ে দেয়ার নিয়ে আলোচনা সেটি ছিল,' আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার।
সোমবার (৩০ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। এটি সবার জন্য ফ্রিতে দেখার সুযোগ থাকছে। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ওয়েব সিরিজটি মুক্তি উপলক্ষে রোববার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়ে এমন মন্তব্য করেন ছোট পর্দার ওই অভিনেত্রী।
মূলত নাটকের কাজ কমিয়ে ওটিটির কাজের দিকে মনোযোগী হচ্ছেন মেহজাবীন। তার উদাহরণ পাওয়া গেছে অভিনেত্রীর নিজের মুখেই। তিনি এ সময় জানান, আসছে ভালোবাসা দিবসে এবার কোনো নাটক আসছে না তার। এই সময়ে শুধু মাত্র ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজেই দেখা মিলবে তার।
তবে এই মুহূর্তে একেবারেই নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না টেলিভিশনে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী। তার ভাষ্য, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব, আবার আসব।
প্রতিটি বিশেষ দিবসে মেহজাবীন অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। কখনো সেই সংখ্যা ডজন ছাড়িয়ে যায়। সেখান থেকে বেশিরভাগ নাটকই আলোচনার কেন্দ্রে চলে আসে। ভালোবাসা দিবসের পর বড় উৎসব রোজার ঈদ। সেটা নিয়েও তেমন পরিকল্পনা নেই মেহজাবীনের। ছোট্ট করে বললেন, ঈদে কী হবে না হবে—কেমনে বলব!
বেশ কয়েক বছর ধরে নাটকে রাজত্ব করছেন মিষ্টি হাসির এ অভিনেত্রী। মেহজাবীনের নাটক মানেই কোটি কোটি ভিউ। সারা বছর তার নাটকের জন্য অপেক্ষা করেন ভক্ত-অনুরাগীরা।
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।
২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। সম্প্রতি ঈদুল আযহা ২০১৭ -এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বড় ছেলে।
সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নাটকে নাম লেখান মেহজাবীন। কয়েক বছর ধরে নিয়মিত অভিনয় করছেন তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]