
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির জন্মস্থান সিলেট। বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে এ অভিনেত্রী বলছিলেন, ‘আমার জন্মস্থান সিলেটে। কিন্তু, কাজের সুবাদে ঢাকায় থাকি। যখন শুনলাম আমার অঞ্চলের মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছেন। তখন আর কিছু না করে বসে থাকতে পারলাম না। কাছের কয়েক জন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মিলে একটা ফান্ড গঠন করেছি, সেটাই এক দিনের মধ্যে। সে ফান্ড থেকে যে অর্থটা আমরা এক করতে পেরেছি, তা দিয়ে আজ ২০০ পরিবারকে ১২ কেজি করে খাবার পৌঁছে দিয়েছি।’
মাহি আরো বলছিলেন, ‘ইচ্ছে আছে সামনে আরো বড় কিছু করার সিলেটের মানুষের জন্য। আমার নিজের খুবই ইচ্ছে ছিল সিলেটে যাওয়ার। কিন্তু, যাওয়া হলো না। কারণ, সামনে ঈদের ১৫ দিনের মত বাকি আছে। বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের ডেট আগে থেকেই চূড়ান্ত করা আছে।’
২০১৬ সালে র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সামিরা খান মাহি। টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]