
'বাহুবলি' সিনেমা প্রভাসের ক্যারিয়ারে অনন্য মাত্রা যোগ করেছে। সময় বাড়ার সাথে বাড়িয়ে দিচ্ছেন নিজের পারিশ্রমিক। যখন বলিউড সিনেমাগুলোর বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে কষ্ট হয়ে যাচ্ছে, তখন দক্ষিণের এই সুপারস্টার একাই চাচ্ছেন ১২০ কোটি রুপি।
জানা গেছে, 'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে পরিচিতি পাওয়া প্রভাস 'আদিপুরুষ' সিনেমার নির্মাতাদের কাছে পারিশ্রমিক ২০ কোটি রুপি বাড়ানোর দাবি করেছেন।
আগের চুক্তি অনুযায়ী এই সিনেমায় প্রভাসের পারিশ্রমিক ছিল ১০০ কোটি রুপির মধ্যে। কিন্তু, তিনি অতিরিক্ত আরও ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন।
বলিউড লাইফের প্রতিবেদন বলছে, প্রভাসের এই দাবি প্রযোজকদের ওপর চাপ বাড়িয়েছে। কারণ সিনেমাটির এখনো বড় অংশের শুটিং বাকি। নির্মাতারা যদি প্রভাসের দাবি মেনে নেন তাহলে সিনেমাটির বাজেট প্রায় ২৫ শতাংশ বাড়বে। যদি তারা প্রভাসের দাবি মেনে না নেন, তাহলে নির্মাতা ও অভিনেতার মধ্যে দূরত্ব তৈরি হবে এবং পুরো সিনেমাতে এর প্রভাব পড়তে পারে।
যদিও প্রভাসের সর্বশেষ ও বড় বাজেটের সিনেমা 'রাধে শ্যাম' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]