
মাত্র ২৭ বছরেই চলে গেলেন সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্টঅ্যাটাকই তার মৃত্যুর কারণ বলে জানা গেছে।
২০১৮ সালে গ্লেসি মিস ব্রাজিল হয়েছিলেন। সোমবার এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, গত দুই মাস ধরে তিনি কোমায় ছিলেন। টনসিলের অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পরেই তার রক্তক্ষরণ শুরু হয়। গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর কোমায় চলে যান। গত সোমবার তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
গ্লেসির পারিবারিক বন্ধু লিডিয়ানে আলভেস জানিয়েছেন, ‘গ্লেসি কোরিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দারুণ মানুষ ছিল গ্লেসি।’
পেশাদার মডেল, বিউটিশিয়ান গ্লেসির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ইনস্টাগ্রামে ৫৬ হাজারেরও বেশি ফলোয়ার ছিল তার। ব্রাজিলের এক ছোট্ট শহর ম্যাকাওতে জন্ম গ্লেসির। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই সুন্দরীর।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]