
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিকের মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে আছেন বাংলা সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি। কেননা পরীমনির দুঃসময়ে সুদূর যুক্তরাজ্য থেকেই পাশে ছিলেন কিংবদন্তি এই লেখক। নিয়মিত সাহস যুগিয়েছেন নায়িকাকে।
মাদক মামলায় গ্রেফতারের হয়েছিলেন পরীমণি। সে সময় তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন আবদুল গাফফার চৌধুরী। তিনি গণমাধ্যমে পরীকে নিয়ে কলাম লিখেছিলেন। এমনকি পরীমণিকে নিয়ে তিনি রচনা করেছিলেন একটি বিশেষ কবিতাও।
সেই কবিতা শেয়ার দিয়েই আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন পরীমণি। ফেসবুকে এই নায়িকা লিখেছেন, ‘আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর...!’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]