
এইডস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০০৭ সালে দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন বলিউড সুন্দরী শিল্পা শেঠি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেতা রিচার্ড জির।
মঞ্চে রিচার্ড জিরকে হাত ধরে তোলেন শিল্পা। এরপর রিচার্ড মঞ্চে ওঠেই অনেকটা জোর করে শিল্পা শেঠিকে জড়িয়ে ধরে গালে চুমো দেন। বলিউড সুন্দরী শিল্পা বিষয়টি খুবই সাধারণভাবে নেন এবং হাসতে থাকেন।
তবে ওই ঘটনার পর ভারতে একটা ঝড় বয়ে যায়। শিল্পা শেঠি ও রিচার্ড জির বিরুদ্ধে ওঠে অশ্লীলতার অভিযোগ। ভারতের সংস্কৃতি বিরোধী কাজ করায় তাদের বিরুদ্ধে হয় মামলা। যদিও কয়েকদিন পরই মামলা থেকে মুক্তি দেয়া হয় রিচার্ড জিরকে।
অন্যদিকে অবশেষে দীর্ঘ ১৫ বছর পর সেই অশ্লীলতার মামলা থেকে মুক্তি মিলেছে শিল্পা শেঠির। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটিকে দিল্লির একটি আদালত ভিত্তিহীন বলে মত দিয়েছেন।
সে সময়ই শিল্পা শেঠি দাবি করেছিলেন তিনি নির্দোষ। এমনকি যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাদের পাগল বলেছিলেন তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]