আড়াই লক্ষাধিক টাকা বকেয়া প্রদানে কর্তৃপক্ষের চিঠি
ইবির রেস্ট হাউজে সাবেক কোষাধ্যক্ষের দখলদারিত্বের অভিযোগ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
ইবির রেস্ট হাউজে সাবেক কোষাধ্যক্ষের দখলদারিত্বের অভিযোগ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে রেস্ট হাউজে দখলদারিত্বের অভিযোগ উঠেছে। ১ হাজার ১৪ দিন একটি কক্ষ তার দখলে থাকলেও ভাড়া প্রদান না করায় ২ লাখ ৬৭ হাজার টাকা বকেয়া রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস সূত্রে জানা গেছে।


এক সপ্তাহের মধ্যে বকেয়া টাকা প্রদানের জন্য প্রশাসন কর্তৃক চিঠি দিলে তিনি কক্ষ দখলের বিষয়টি অস্বীকার করেছেন।


এদিকে বকেয়া আদায় না হলে তার বেতন থেকে বকেয়ার টাকা কেটে নেওয়া হবে বলে ড. ভূঁইয়াকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।


এস্টেট অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ থাকাকালীন ক্যাম্পাস্থ রেস্ট হাউজের ৩০৩ নং কক্ষটি গত ২৬ অক্টোবর ২০২১ থেকে ৭ আগস্ট ২০২৪ পর্যন্ত মোট ১ হাজার ১৪ দিন ড. ভূঁইয়ার দখলে ছিল। তার মধ্যে ১২৪ দিন তার অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ে আগত অতিথিরা সেখানে থাকলে তার ভাড়া প্রদান করা হয়। বাকি ৮শত ৯০ দিন দিনের ভাড়া বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা এখনো প্রদান করেননি তিনি। বকেয়া টাকা প্রদানের জন্য ৭ দিনের সময় বেধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বকেয়া ভাড়া না দিলে তার বেতন থেকে বকেয়ার টাকা কেটে নেওয়া হবে বলে তাকে চিঠির মাধ্যমে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


চিঠির জবাবে ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, রেস্ট হাউজের ভাড়ার বিলটি ভুল তথ্য সম্বলিত ও বিভ্রান্তিকর। আমি কখনও কোনো কক্ষ দখল করিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে অতীব জরুরি এবং গোপনীয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে মোট ১৮ দিন কক্ষটি ব্যবহার করেছি। এর বাইরে ব্যক্তিগত প্রয়োজনে একদিনও ওই কক্ষ ব্যবহার করিনি।


এদিকে অভিযোগ তদন্তে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্য সদস্যরা হলেন- আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও সহকারী প্রক্টর লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম। কমিটিকে উপাচার্যের নিকট যথাশীঘ্র রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।


তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, চিঠি পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিব।


বিবার্তা/জায়িম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com