যৌন হয়রানি শিকার হওয়া দাবি করে আনিত অভিযোগ কে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট এবং মানহানিকর দাবি করে বিষয়টির সুষ্ঠু তদন্ত চেয়ে পাল্টা অভিযোগ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০১৯-২০ এবং ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেয়া একটি চিঠি থেকে বিষয়টি জানা যায়।
অভিযোগপত্রে বলা হয়, আমরা অর্থনীতি বিভাগের ২০১৯-২০ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আমরা দেখতে পাই, গত ১৩ সেপ্টেম্বর আইন বিভাগ ১৬ তম ব্যাচের শিক্ষার্থী কাসপিয়া দেওয়ান-এর ফেসবুক আইডি থেকে আমাদের দুই ব্যাচের নাম উল্লেখ করে বিভিন্ন নিন্দনীয় এবং ঘৃণিত শব্দ ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট একটি অভিযোগমূলক পোস্ট দেয়। পরবর্তীতে অনলাইন 'চ্যানেল২৪' নামক একটি অনলাইন পোর্টালের প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ঐ একই মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ করা হয়েছে।
আরো বলা হয়, কোন ধরনের সাক্ষ্য, প্রমাণ এবং আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়া ছাড়াই আমাদের নামে ফেসবুক এবং অনলাইন পোর্টালে যে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট লেখালেখি করেছে তাতে আমাদের দুই ব্যাচ তথা অর্থনীতি বিভাগের সম্মান ক্ষুণ্ণ হয়।'
এই বিষয়ে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সৌরভ ঘোষ বলেন, 'যৌন হয়রানির শিকার হওয়া নিয়ে আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এছাড়া এটা নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি এবং সর্বশেষ একটি সংবাদমাধ্যমে নিউজ হওয়ায় আমাদের মানহানি ঘটেছে। ফলে আমরাও একটি অভিযোগ দিয়েছি।'
অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান জানান, 'যৌন হয়রানি নিয়ে গত পরশু দিনের একটি মেয়ের অভিযোগের বিরুদ্ধে আমরা আজকে একটি অভিযোগপত্র পেয়েছি। আমি এই অভিযোগপত্রটিও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটির কাছে হস্তান্তর করেছি। আশা করি আজকের মধ্যে একটা বিষয়টির মীমাংসা হবে।'
এর আগে গত ১৫ সেপ্টেম্বর বুলিং ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।
বিবার্তা/প্রসেনজিত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]