ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩
ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বন্যা পরিস্থিতিতে নোয়াখালীর বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।


৪ সেপ্টেম্বর, বুধবার ভোর ৬ টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার। আশিক সরকার বলেন, দুর্ঘটনার পর চমেকেই পলাশের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৮ দিন পর তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষ হল না। ফাহিম আর নেই! মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই শহিদ গেল।


এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) বন্যা কবলিত এলাকা নোয়াখালীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়ার পথে ত্রাণবাহী গাড়ি মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন পলাশ। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন আইসিউতে থাকার পর অবস্থার অবনতি দেখে গত মঙ্গলবার (৩ আগস্ট) সিএমএইচে নিয়ে যাওয়া হলে ১দিন পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/মহসিন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com