
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হতে হচ্ছে শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের সভাপতিত্বে ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিক বলেন, রবিবার থেকে সকল শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিভাগগুলো চাইলে স্থগিত পরিক্ষা শুরু করতে পারবে। একই সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের অসমাপ্ত ভর্তি কার্যক্রমও ঐ দিনেই শুরু হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই তাদের ক্লাস শুরু হবে।
এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় তার জয়গায় অতিরিক্ত-রেজিস্ট্রার শেখ সাদ আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগের ফলে তার জায়গায় অফিসে জ্যেষ্ঠতার ভিত্তিতে আবু হেনা মো. মোস্তফা কামালের নাম প্রস্তাব করা হয়েছে।
পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে ১৬ জুলাই রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, হল প্রধ্যাক্ষ সহ প্রায় ৮০ জন উর্ধতন কর্মকর্তা পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]