
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও অর্থ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। ডিনদের মধ্যে জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে তিনি এ দায়িত্ব পান।
১ সেপ্টেম্বর, রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় সকল অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
সভায় ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য ড. আশ্রাফীকে সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রদান করা হয়।
এছাড়া আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় ডিনস কমিটির সভায়। একইসাথে আগামী সপ্তাহ হতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করার সিদ্ধান্ত নেয় ডিনস কমিটি।
প্রশাসনিক ও আর্থিক দায়িত্বের জন্য মনোনীত অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, এ সংকটকালীন সময়ে আমাকে এ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রশাসনিক ও অর্থনৈতিক স্থবিরতা নিরসনের পাশাপাশি অ্যাকাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক্রমে কাজ করার চেষ্টা করবো।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]