
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হয়েছেন বিশ্বিবদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। সম্প্রতি পদত্যাগ করা অধ্যাপক ড. মাকসুদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
বুধবার (২৮ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সাইফুদ্দীন আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন।
ঢাবি রেজিস্ট্রার অফিস (প্রশাসন -২) থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, “মাননীয় উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্ম পদ্বতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।”
এ বিষয়ে সাইফুদ্দীন আহমদ বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। আমার প্রধান কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিরাপত্তা প্রদান করা।
এর আগে গত ৮ আগস্ট ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান ও ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]