
দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বন্যার্তদের সহায়তায় নিজেদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি।
২৪ আগস্ট, শনিবার পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠন দুটি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বিভাগ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসসহ কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকা থেকে নগদ অর্থ, পোশাক ও খাবারসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।
এ ছাড়া জন্মাষ্টমী উৎসবের খরচ কমিয়ে বন্যার্তদের সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ। এ ছাড়া এবার উৎসবের দিনে কোন শোভাযাত্রাও করবে না বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
রবিবার বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণসামগ্রী বন্যার্তদের সাহায্যে পাঠানো হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট। তিনি জানান, বন্যার্তদের সহযোগিতায় আমাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। যার যার জায়গা থেকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষক সমিতিরি সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ক্রান্তিকালে এই ধরণের সহযোগিতা করে এসেছি। ইবি শিক্ষক সমিতি সব সংকটেই সহযোগিতা করে থাকে।
বিবার্তা/জায়িম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]