
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং নিউট্রিশন ও ফুড সায়েন্স বিষয়ের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২২ আগস্ট, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সাক্ষরিত এক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবে। অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। ২য় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চয়নের তারিখ ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে ৯ সেপ্টেম্বর। তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চয়নের তারিখ ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই ব্যাচের ক্লাস শুরু হবে ১৭ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ( www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]