দ্রুত উপাচার্য নিয়োগসহ ৪ দফা দাবি চবি শিক্ষার্থীদের
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ২২:৩০
দ্রুত উপাচার্য নিয়োগসহ ৪ দফা দাবি চবি শিক্ষার্থীদের
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগসহ ৪ দফা দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।


২১ আগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধির মাধ্যমে মতামত সংগ্রহ করে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীরা।


বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৪ দফা দাবির পাশাপাশি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রত্যেক বিভাগের প্রতি ব্যাচের শ্রেণি প্রতিনিধিদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবিসমূহ জানানোর আহ্বান করা হয়। প্রত্যেক শ্রেণি প্রতিনিধি তাদের ব্যাচের সবার সাথে আলোচনা করে এসব দাবিগুলো শ্রেণি প্রতিনিধিদের গ্রুপে তুলে ধরেন। এরপরে আমরা সকল শ্রেণি প্রতিনিধি এবং চবি সমন্বয়কদের সাথে মিটিং করে প্রাথমিকভাবে যে-সব দাবি জরুরি ভিত্তিতে উপস্থাপন করা প্রয়োজন এবং দ্রুত বাস্তবায়ন করা উচিত, সেগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করি।


শিক্ষার্থীদের প্রাথমিক দাবিগুলো হলো:


১. অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিরপেক্ষ এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে ভিসি নিয়োগ করতে হবে।


২. ভিসি নিয়োগের পর দ্রুততার সাথে আবাসিক হলের আসন বরাদ্দ সম্পন্ন করতে হবে এবং মেধা, দূরত্ব এবং আর্থিক সচ্ছলতার ভিত্তিতে হলের আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে।


৩. সকল প্রকার লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করে অবিলম্বে চাকসু চালু করতে হবে।


৪. যে-সব বিভাগের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফলাফল প্রকাশ হয়নি, অনতিবিলম্বে অপেক্ষমাণ সকল বিভাগের ফলাফল প্রকাশ করতে হবে।


প্রাথমিক দাবিগুলো ছাড়াও অন্যান্য যে দাবিগুলো রয়েছে, সেগুলোও আলোচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


উল্লেখ্য যে, প্রত্যেক ব্যাচের শ্রেণি প্রতিনিধি তাদের নিজস্ব ব্যাচে আলোচনা করে তাদের ব্যাচের দাবিগুলো উত্থাপন করেন। যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ে কোনো সার্বজনীন গ্রহণযোগ্য ছাত্র প্রতিনিধি নেই, তাই সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো উত্থাপন করার জন্য শ্রেণি প্রতিনিধিদের এই উদ্যোগ।


বিবার্তা/মহসিন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com