সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ ও সমাবেশ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৮:১১
সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ ও সমাবেশ
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে উল্লেখ করে প্রতিবাদ ও ক্যাম্পাসে রাজনীতি বন্ধের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ।


২১ আগস্ট, বুধবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় কে আর মার্কেট হয়ে বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এসে শেষ হয়।


বিক্ষোভ পরবর্তী সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা (মঙ্গলবার) ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং পরবর্তীতে তাদের সংবাদ সম্মেলন, ক্যাম্পাসে রাজনীতি বন্ধের এক দফা দাবিসহ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন।


সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীরা দ্রুত রাজনীতি এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি জানান। অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের দাবির সাথে সম্মতি প্রকাশ করেন।


জানা যায়, গতকাল (মঙ্গলবার) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ইসলামিক ক্যালিগ্রাফি অঙ্কন করতে যায়। পরে তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাকৃবি সংসদের বিরুদ্ধে। সংগঠনটির দাবি তারা দেয়ালটি আগে থেকে বুক করে রাখছিলো। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দেয়ালে মুজিববর্ষের বিভিন্ন লেখা থাকায় সেটি তুলে ক্যালিগ্রাফি অঙ্কনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই নিয়ে ছাত্র ইউনিয়নের সদস্যদের সাথে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে হামলা করে। পরে রাত ৯ টার দিকে ছাত্র ইউনিয়নসহ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যৌথভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরে সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কার্যালয়েও হামলার কথা জানান।


বিবার্তা/আমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com