
তীব্র বৃষ্টি উপেক্ষা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
সাত দফা দাবিতে ২১ আগস্ট, বুধবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় তারা ভিসি জামাল উদ্দিন ভূঁইয়াকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, সাত দফা দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন। এর প্রেক্ষিতে ডিন কাউন্সিলের জরুরি সভার একটি দাবির মধ্যে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হলেও ভিসি পদত্যাগ না করায় ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়ার দাবি পূরণ ও শ্রেণি কার্যক্রম আটকে আছে। অবিলম্বে ভিসির পদত্যাগসহ সব দাবি আদায় করে ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]