
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-র (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.সৈয়দ সামচুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।
২০ আগস্ট, মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগে বাধ্য হন।
বিষয়টি নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ভাইস-চ্যান্সেলর সহ অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে যান। আজ ২০ আগস্ট, মঙ্গলবার ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর অফিসে আসলে তাদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং এক পর্যায়ে তারা পদত্যাগে বাধ্য হন।
বিবার্তা/সঞ্জয়/শান্ত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]