
বৃষ্টি উপেক্ষা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা, ভিসি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগ ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
২০ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখি চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। পরে এতে বৈষম্যবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন। এসময় তারা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরবর্তীতে কৃষি অর্থনীতি ও ব্যবসায় অনুষদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ভিসি জামাল উদ্দিন তিনদিনের জন্য ক্যাম্পাসে আসতে চান এবং তিনি যেসব দুর্নীতি করেছেন সেগুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করবেন, তার দুর্নীতির খবর ইতোমধ্যে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পদের কোন ক্ষতি হোক। তার পদত্যাগ ছাড়া আমরা তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিবো না।
বক্তারা আরো বলেন, আমরা আরও জানতে পেরেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপাচার্যের পদত্যাগ না চাওয়ার মতো সিকৃবিতেও ভিসি তার দোসর ও কিছু শিক্ষার্থীর মাধ্যমে নাটক সাজিয়ে ও প্রেস ব্রিফিং করানোর মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করার পরিকল্পনা করছেন। আমরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই। আমরা কাউকে আর এই বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করার সুযোগ দিবো না।
এর আগে, গত কয়েকদিন ধরেই সাত দফা দাবিতে আন্দোলন করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ডিন কাউন্সিলের জরুরি সভার ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হলেও ভিসি পদত্যাগ না করায় ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়ার দাবি পূরণ ও শ্রেণি কার্যক্রম আটকে আছে। তাই একদফা হিসেবে ভিসির পদত্যাগকে গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীরা।
বিবার্তা/রায়হানুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]