
পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত ঐতিহাসিক ধুপখোলা মাঠ আবারো ফিরে পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১৮ আগস্ট, রবিবার বেলা ৩টার পরে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষসহ মিছিল নিয়ে ধুপখোলা মাঠে যান শিক্ষার্থীরা। এসময় আনুষ্ঠানিকভাবে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ শিক্ষকরা। পরে শিক্ষার্থীরা গেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ শীর্ষক ব্যানার লাগিয়ে দেন।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এটা আমাদের অন্যতম একটা দাবি ছিল। আমরা ছোট ক্যাম্পাস হওয়াতে খেলাধুলার পর্যাপ্ত কোনো জায়গা পেতাম না। আজ থেকে ধুপখোলা মাঠ আমাদের। আমরা আস্তে আস্তে আমাদের অন্যান্য দাবিগুলো আদায়ে সোচ্চার হবো।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]